Wednesday, November 27, 2019

Ke Koto Dure Lyrics by Imran and Kona

Ke Koto Dure Song is Song by Imran and Kona Bangla Song 2019. Starring: Sumit, Nishat Priom and Samiya. Music composed by Imran Mahmudul. Giyechi Chole Ke Koto Dure Bengali Song Lyrics written by Mahmood Manzoor.







Song : Ke Koto Dure
Singer : Kona & Imran
Lyrics : Mahmood Manzoor
Tune & Music : Imran Mahmudul
Album : Rhythmic Kona
Director : Saikat Reza
Label: Central Music and Video [CMV]

                                 Ke Koto Dure

Ke Koto Dure Song Lyrics In Bengali

কিছু কথা থাকে হৃদয়ের বাঁকে
ধুলো জমা কাঁচে সুখ ছবি আঁকে।

কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..

আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে।

এতো কাছাকাছি একই শহরে
কেউ নেই কারো একটু নজরে।
কতটুকু ভয় হয় গেলে পরে
এতো দীর্ঘ পথ বেঁকে যেতে পারে।

কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..
আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে।

কবে কোন ফাঁকে বর্ষা নেমেছে
এই ধুলো জমা হৃদয় শহরে।
ফেলে আসা দিন আবার ডেকেছে
তাকে ভেবে ভেবে আকাশ কেঁদেছে।

কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..
আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে।





No comments:

Post a Comment