Tor Kinare Song Is Song by Leon Litu. Music Composed by Sajid Sarkar And Tune by Akaash Sen. Tor Kinare Mon Minare Jete Chai Lyrics Written by Robiul Islam Jibon. Starring: Nadia Khanom And Saajib Zaman.
Song : Tor Kinare
Singer : Leon Litu
Music : Sajid Sarkar
Tune : Akaash Sen
Lyrics : Robiul Islam Jibon
Director : V Creation & Team
Production : V Creation
GFX : Nahid Hossain
Label : Central Music and Video [CMV]
![]() |
Tor Kinare |
হো.. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও .. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
মনেরই কথা দিলাম জানিয়ে
আমারই সাথে তুই নে না মানিয়ে।
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও .. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
আয় না এবার দু'পা বাড়িয়ে
সুখেরই দেশে যাবো হারিয়ে,
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও.. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
No comments:
Post a Comment